নির্জন রাত্রি
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ২০ আগস্ট, ২০১৪, ১২:২৭:২৭ দুপুর
আজ প্রসন্ন এ রাত।
সম্মুখে শুধু আঁধার প্রভাত।
আজিকেরে দেখিবার তরে-
কেন মিছে বারে বারে
ছিন্ন মুকুল, মুছে যাওয়া ভূল
হৃদয় নদীর একুল ওকুল
উতাল বরে!
জানি তারে দেখিবনা আর
কেনদিন, কোন কালে।
তবু পলে পলে
নিদারুন অনল বহ্নিনলে
পুরিবে যে হৃদয়,
তার সব কি হবে ক্ষয়?;
আজি নিশিথের সুনির্মল এ বাতাশ
করিবে কি সেদিন কোলাহল?;
জাগাইবে কি তারে,
যে হৃদয় ডুবে গেছে
আজিকের এ অন্ধকারে?।
জানি তারে দেখিবনা আর
কেনদিন, কোন কালে।
যে কুকু গেয়ে গেছে গান
মÍব্ধ এ অদ্ধকারে।
যে নদী হারায়ে তার পথ
থমকি দাড়িয়েছিল
বলেছিল কথা,
এঁকেছিল ভালবাসর কথা
অন্ধপারাবারে।
সে সব মিলে যাবে সেদিন
আলোকজয়ৎসবে।
জানি তারে দেখিবনা আর
কোন দিন কোন কালে।
তবু পলে পলে
থাকিবে মোর মনে
এ অন্ধকার ঘোরের নিস্তব্ধ নির্জনাটাকু
এ স্তব্ধ তিমির কেটে গেলে।
২১ শ্রাবণ ২৪২১
বিষয়: সাহিত্য
১৩৭১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রহস্যর জালে ঘেরা অতৃপ্ত এ ভালবাসার ইতি টানতে গিয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী জন হকিং ও ব্যার্থতার কথা বলেছেন। আর এ জন্যই অদি অন্তের মানুষেরা এটি নিয়ে মহাকাব্য লিখেও যেন কিছুই লিখা হয়নি।
অনেক ধন্যবাদ সুন্দর অনুভুতির জন্য।
মন্তব্য করতে লগইন করুন